এইমাত্র
  • ভাতা বৃদ্ধির দাবিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের শাহবাগ অবরোধ
  • ৩ দফা দাবিতে বিক্ষোভ করছেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের পরিবার
  • শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৬
  • ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস
  • উলিপুরে বসতঘরের আগুনে বৃদ্ধার মৃত্যু
  • ‘বিমানের ডানায় পাখি আটকে আছে’– পরিবারকে পাঠানো শেষ মেসেজ
  • উখিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত
  • দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে: জয়নুল আবদিন ফারুক
  • রাজধানীর পুরান ঢাকায় ১৮ কেজি আতশবাজিসহ আটক ১
  • আজ রবিবার, ১৫ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    ২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

    ২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
    ফাইল ছবি

    ২০২৬‌ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পরিমার্জিত সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আজ শনিবার এনসিটিবির ওয়েবসাইটে ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়। ওয়েবসাইটেট বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে।

    ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে, ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে ৭০ নম্বর রচনামূলক অংশে ও ৩০ নম্বর বহুনির্বাচনী অংশে থাকবে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। আবার ৭৫ এর মধ্যে তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনী অংশে ২৫ নম্বর থাকবে।

    উল্লেখ্য, নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন উঠিয়ে দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। গত ১ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকার প্রণীত ‘নতুন শিক্ষাক্রম বা ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১’ আনুষ্ঠানিকভাবে বাতিল করে অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়।

    শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্রে তখন বলেছিল, বিদ্যমান শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। তাই ২০২৫ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে ২০২৬ সাল থেকে তা পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। তার আগে ২০২৫ সালে শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রমের ধাঁচের পাঠ্যবই বিতরণ করা হবে। ২০২৫ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা (পরীক্ষা ২০২৬ সালে) নিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুযায়ী প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকগুলো (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক) শিক্ষার্থীদের সরবরাহ করা হবে।

    জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুসারে পরিচালিত হবে।

    বর্তমানে বিভাগ বিভাজন ফিরিয়ে এনে ২০১২ সালের পাঠ্যসূচির বইগুলো ২০২৫ সালের জন্য পুনরায় ছাপানোর কাজ চলছে এবং সে অনুযায়ী পরিমার্জনা করা হচ্ছে। ২০২৬ সালে এ বইগুলো থেকেই পাঠ্যক্রম পরিচালনা করা হবে ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এ বইগুলো পড়েই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…