মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর- চৌগাছি গ্রামে এক দম্পতির ঘরে এক বিরল শিশুর জন্ম হয়েছে।
যমজ এই শিশুটি দুটি মাথা, চারটি চোখ, দুটি কান, তিনটি পা, চার হাত ও এক পায়ে আটটি আঙ্গুল সহ জন্মগ্রহণ করেছে। শনিবার সকালে হানিফ ও মিতা দম্পতির ঘরে এই অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে জমজ পুত্র শিশুর জন্ম হয়েছে।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার নিজ বাড়িতে পুত্র শিশুটি ভূমিষ্ঠ হয়। অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে শিশুটি জন্ম নেওয়া খবর শুনে এলাকার অনেক মানুষ ছুটে আসে হানিফ মোল্যার বাড়িতে। হানিফ মোল্যা পেশায় একজন কৃষক। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা শিশুটির জন্য সকলের কাছে দোয়া চেয়েছে পরিবারের লোকেরা। এমন অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে জন্মগ্রহণ করা শিশু এই প্রথম দেখলেন অনেকে।
এমআর