রিয়া বর্মন নামে এক মডেলের সঙ্গে পরকিয়ার অভিযোগ করেছেন প্রযোজক সারোয়ার জাহান বাপ্পীর স্ত্রী রুকাইয়া তাহসিনা অন্তরা। অন্তরা সারোয়ারের দাবি, মডেল রিয়ার সঙ্গে পরকিয়ার জেরে তিন সন্তানের মুখের দিকে না তাকিয়ে তালাকের নোটিশ দিয়েছে এই প্রযোজক।
এই প্রযোজকের তিন সন্তান। যার মধ্যে এক সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। অন্তরা সারোয়ার সময়ের কণ্ঠস্বকে বলেন, তার সন্তান ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অথচ সে দেখতেও আসেনা। সে অসুস্থ বাচ্চার খবরত রাখেনা অথচ মডেল রিয়া বর্মনকে নিয়ে বিভিন্ন রিসোর্টে ঘুরে বেড়ায়। আমি সন্তান নিয়ে অসহায়ের মতো আছি। আমি যখন এগুলো নিয়ে ঝগড়া করি মিডিয়ার নির্মাতা অন্যন্যা আর্টিষ্টদের জানাই, তখন সারোয়ার(প্রযোজক) তাদের বলে- আমি মানসিক ভাবে অসুস্থ। এমনকি গত বছরের সেপ্টেম্বর মাসের ১৪,১৫ তারিখ রিসোর্টে সেই মেয়েকে নিয়ে ছিল সে। আর আমি হাসপাতালে ভর্তি বাচ্চা নিয়ে।