সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগে পূত্রধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বদেলুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গৃহবধূ জেয়াসমিন খাতুন (২৮) এই গ্রামের মোঃ সোলেমান হোসেনের স্ত্রী। ২০২৪ সালের ৭ জুলাই তারিখে সখিনা খাতুনের (৮০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পূর্বদেলুয়া গ্রামের মৃত পবন হোসেনের স্ত্রী।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সখিনাকে বাড়ির পাশে একটি গাছে ফাঁসিতে ঝোলা অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই সময় সখিনা আত্মহত্যা করেছে বলে তার পরিবার থেকে বলা হয়েছিল। এ ব্যাপারে তখন উল্লাপাড়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ সেলিম মোল্লা জানান, এই বৃদ্ধার মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনটি তারা গতকাল পেয়েছেন। প্রতিবেদনে বৃদ্ধা সখিনা খাতুনকে খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে শাশুড়ীকে হত্যার অভিযোগে তার পুত্রবধূ জেয়াসমিনকে পুলিশ আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এইচএ