এইমাত্র
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস উইং
  • রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ, আটক অভিনেত্রী সোহানা সাবা
  • একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল
  • এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল
  • শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ : সারজিস
  • গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’
  • বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদ কার্যালয়ে ভাঙচুর-আগুন
  • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর আগুন
  • ফের রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার
  • ফ্যাসিস্ট সরকারের দোসররা এ দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে : টুকু
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩১ | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ইএফটি জটিলতায় বেতন পাননি যশোরের আড়াই হাজার শিক্ষক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম

    ইএফটি জটিলতায় বেতন পাননি যশোরের আড়াই হাজার শিক্ষক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ পিএম

    যশোরের আড়াই হাজার শিক্ষক এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি। ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) জটিলতার কারণে তাদের বেতন আসেনি বলে শিক্ষকরা জানিয়েছেন। ফলে তারা চরম অর্থ কষ্টে ভুগছেন।

    সদর উপজেলার রুপদিয়া ওয়েল ফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ জানান, ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে শিক্ষকদের একাউন্টে বেতন চলে আসবে। এজন্য ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের অর্ন্তভূক্ত করার লক্ষ্যে নভেম্বর মাসে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সারা দেশে শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়।

    এ লক্ষ্যে যশোরের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক তাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে নিজেদের কাগজপত্র জমা দেন। কাগজ পত্রের মধ্যে শিক্ষকদের যোগদানের পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটো কপি ও ব্যাংক একাউন্ট নম্বর। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে শিক্ষকদের কাগজপত্র গুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় পাঠিয়েছে। কিন্তু শিক্ষকরা গত ডিসেম্বর মাসের বেতন এখনো পাননি।

    নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আই প্লাস সফটওয়্যারে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে শিক্ষকদের বেতন তাদের একাউন্টে আসার কথা ছিল। সফটওয়্যার জটিলতার কারণে অনেক শিক্ষকের বেতন বন্ধ রয়েছে। তিনি জানান, তার স্কুলে ২৫জন শিক্ষকের মধ্যে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন পেয়েছেন ১৪ জন। এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি ১১ জন শিক্ষক।

    বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদ জানান, তার স্কুলে ২৪জন শিক্ষক কর্মচারীর মধ্যে ৮জন বেতন পেয়েছে। তিনিসহ ১৬জন এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি। কবে তারা বেতন পাবে তিনি সেটা সঠিক ভাবে বলতে পারেননি।

    এই বিষয়ে যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষকদের আইবাস প্লাস সফটওয়্যারের অর্ন্তভূক্ত করার কাজ শেষ করতে পারেনি। ফলে যশোরে ইলেকট্রিক ফ্যান্ড ট্রান্সফারের মাধ্যমে আড়াই হাজার শিক্ষক এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি।

    যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন জানান, আগামী সপ্তাহের মধ্যে ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…