এইমাত্র
  • তত্ত্বাবধায়ক সরকার যেন মঈন-ফখরুদ্দিনের মতো না হয়
  • আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না: জামায়াত আমির
  • তিস্তা ইস্যুতে প্রয়োজনে সমাধানের পথ নিজেরাই খুঁজবো: তারেক রহমান
  • চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি অবাঞ্চিত ঘোষণা
  • ইডেনে সার্টিফিকেট নিতে এসে আটক হলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী
  • বান্দরবানে বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বাসে আগুন
  • প্রাথমিকের ৬৫৩১ জনের ফল বাতিলের আপিল শুনানি ২ মার্চ
  • নোয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
  • খুলনায় আগুনে পুড়ল ৬ দোকান
  • প্রয়োজনে র‍্যাব নতুন করে গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আজ বুধবার, ৬ ফাল্গুন, ১৪৩১ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
    জাতীয়

    কোটা বাতিলের দাবিতে ফের আন্দোলনে মেডিকেলের শিক্ষার্থীরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:১৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:১৯ এএম

    কোটা বাতিলের দাবিতে ফের আন্দোলনে মেডিকেলের শিক্ষার্থীরা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:১৯ এএম

    মুক্তিযোদ্ধাসহ অন্যান্য কোটা বহাল রেখে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করায় ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তারা মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন।

    রোববার (১৯ জানুয়ারি) কোটা বহাল রেখে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। পরে মধ্যরাতে এই ফলাফলকে ‘বৈষম্যমূলক’ দাবি করে রাজপথে নেমে আসেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজে মিছিল করেন তারা। বিক্ষোভের পর শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করা হয়। সমাবেশ থেকে মেডিকেল ভর্তির ফলাফল বাতিল করে ফের ফলাফল প্রকাশের দাবি জানানো হয়।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের মূল ভিত্তি ছিল কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে কোটা প্রথার পতন হয়েছে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোটা ব্যবস্থা আমরা দেখলাম, এটা কোনো ভাবেই কাম্য নয়। এই কোটা ব্যবস্থাকে আমরা আবারও প্রত্যাখ্যান করছি।’

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আসিফ খান বলেন, ‘যে কোটা বাতিলের জন্য দুই হাজারেরও বেশি মানুষ জীবন দিয়েছে, যে কোটার জন্য হাজার হাজার মানুষের অঙ্গহানি হয়েছে, সেই কোটা এখনো বহাল আছে। এর চেয়ে নিন্দনীয় ঘটনা আর কী হতে পারে? অন্তবর্তী সরকার কী ভুলে গেছে যে তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। একজন ভর্তি পরীক্ষায় ৭২ পেয়ে চান্স পায় না আর একজন ৪৪ পেয়ে কীভাবে চান্স পায়? এ ধরনের বৈষম্য এখনও দেখতে হচ্ছে। সংবিধান সংস্কারের আগে কোটা সংস্কার করতে হবে।’ রোববার বিকেলে মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। যেখানে ৩৭টি সরকারি কলেজের জন্য নির্বাচিত হন পাঁচ হাজার ৩৭২ জন।

    এবার মেডিকেলে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি পশ্চাৎপদ জনগোষ্ঠী জন্য সংরক্ষিত রাখা হয়। এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রাখা হয়। অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজের ৫ শতাংশ আসন মেধাবী ও অসচ্ছল প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়।

    গত বছর ২৬ নভেম্বর প্রকাশিত ‘মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫’-এ দেখা যায় মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে। পাশাপাশি পশ্চাৎপদ জনগোষ্ঠীর (উপজাতীয় ও তিন পার্বত্য জেলার অ-উপজাতীয়) কোটাভুক্তদের জন্য ১২টি এবং পার্বত্য জেলা ছাড়া অন্য জেলার জন্য আটটি আসন সংরক্ষিত রয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…