সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা শহরের স্ট্রোক করে মো. মোবারক হোসেন (৪০) নামে এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালের দিকে জেদ্দার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের উত্তর পাড়া নিবাসী মৃত আব্দুল মজিদের ছোট সন্তান।
এর আগে বুধবার সৌদির স্থানীয় সময় বেলা ১১টার দিকে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ২৫ বছর আগে মোবারক সৌদি আরবে পাড়ি জমান। সৌদি আরবের জেদ্দা শহরে সে প্রথমে একটি কোম্পানিতে কাজ করতেন। বর্তমানে সে নিজেই ছোট একটি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ গত ৩ মাস আগে সে ছুটি কাটাতে দেশে আসেন। ছুটি শেষে গত ১৩ জানুয়ারি সে সৌদি আরবে নিজ কর্মস্থলে ফিরে যান। প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার বড় ভাই আসাদ তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোবারক হোসেনের মরদেহ হাসপাতালটির হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।