এইমাত্র
  • শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ : সারজিস
  • গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’
  • বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদ কার্যালয়ে ভাঙচুর-আগুন
  • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর আগুন
  • ফের রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার
  • ফ্যাসিস্ট সরকারের দোসররা এ দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে : টুকু
  • আশুলিয়ায় সময়ের কন্ঠস্বরের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
  • অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার
  • জামালপুরে মেহের আফরোজ শাওনের বাড়িতে আগুন
  • বিআইএ'র নির্বাচনে ৭ জনের মনোনয়ন প্রত্যাহার
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩১ | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    খালি হাতে মৎস্যঘাটে ফিরেন জেলেরা

    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, ভোলা প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৩০ পিএম
    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, ভোলা প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৩০ পিএম

    খালি হাতে মৎস্যঘাটে ফিরেন জেলেরা

    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, ভোলা প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৩০ পিএম

    তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ইলিশ শিকারে যাচ্ছেন জেলেরা। জোয়ার-ভাটার উপর নির্ভর করে দিনে-রাতে দুইবার নদীতে জাল ফেলেন তারা। কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে খালি হাতে মৎস্যঘাটে ফিরে আসেন। শনিবার সকালে এমন তথ্য জানিয়েছেন চরফ্যাসন উপজেলার সামরাজ মৎস্যঘাটের আড়তদার হেলাল উদ্দিন টিপু।

    সাগরে মাছ ধরা এক ট্রলারের জেলে নুরনবী বলেন, '২১ জন মাঝি-মাল্লা নিয়ে ১০ দিন পর সাগর থেকে আইছি। যে পরিমান মাছ পাইছি, তাতে বাজার খরচও তুলতে পারিনাই। সাগরে আগের মতো মাছ নাই।'

    একই মৎস্যঘাটে নোঙর করা আরেক ট্রলারের মাঝি রফিক বলেন, '২ লাখ ৭০ হাজার টাকার বাজার সদাই নিয়া সাগরে গেছি। ১২ দিন সাগরে কাটানোর পর মহাজনকে এক হাজার টাকাও দিতে পারিনি।'

    চরফ্যাসন উপজেলার সর্ববৃহৎ সামরাজ মৎস্যঘাটের মতো এ অঞ্চলের অন্য ঘাটগুলোতে তেমন একটা কর্মযজ্ঞ নেই। বিশেষ করে বেতুয়া, নতুন স্লুইসগেট, পাঁচ কপাট, খেজুরগাছিয়া, ঢালচর, বকসীরঘাট, ঘোষেরহাট, চরকচ্ছপিয়া ও কুকরি মুকরি।

    সামরাজ মৎস্যঘাট জেলে সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, 'নদী ও সাগরে মাছ নাই বললেই চলে। তেলের খরচও উঠাতে পারছে না জেলেরা। আড়তদারদের কি দিবে? এ বছরের মত খারাপ অবস্থা গত ৯-১০ বছরেও ঘটেনি। এই ঘাটে ৯৮ জন মৎস্য আড়তদার রয়েছে। এসব আড়তদাররা প্রায় দেড়শ কোটি টাকা বিনিয়োগ করেছে। অথচ দশ শতাংশ চালান তুলতে পারেনি। ভবিষ্যতে কি হবে তা আল্লাহ ভালো জানে।'

    চরফ্যাসন উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, চরফ্যাসন উপজেলায় প্রায় ৯০ হাজার জেলে রয়েছে। উপজেলার নিবন্ধিত জেলের সংখ্যা ৪৪ হাজার ৩৭৫ জন। অনিবন্ধিত জেলে রয়েছে প্রায় ৪৬ হাজার। এসব জেলেরা নদী ও সাগরে মাছ শিকার করে। এদের মধ্যে বেশিরভাগ জেলে সামরাজ মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রি করেন।

    চরফ্যাসন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, 'এখানকার স্থানীয় জেলেরা মূলতঃ মৌসুমি জেলে। কেউ রিকশা চালায়, কেউবা কৃষিকাজ করেন। মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনাগুলোতে পলিমাটি জমায় স্রোত কমে গেছে। বৃষ্টিপাতের পরিমাণও কমেছে। একারনে জেলেরা মাছ না পেয়ে হতাশ হয়ে ঘাটে ফিরে আসে। এই প্রতিবন্ধকতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে অবগত রয়েছে। বিকল্প উপায়ে পানির গভীরতা বৃদ্ধির চেষ্টা করতেছে।'

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…