দেশের অন্যতম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা সভা-২০২৫ সফলভাবে সম্পন্ন করেছে।
গত শনিবার (২৫ জানুয়ারি) সাগরকন্যা কুয়াকাটায় হোটেল ওশেন ভিউ এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান কার্যালয়ে কর্মরত বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সিইও মো: শাহ্ জামাল হাওলাদারের নেতৃত্বে ২০২৫ সালের ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ ও লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন উপস্থিত সকল কর্মকর্তাগণ।