নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাব নামে ডেঙ্গু রোগ আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
পারিবারিক সূত্রে তার নাতি সুমন জানান, দীর্ঘ কয়েক দিন যাবৎ তিনি জ্বরে আক্রান্ত ছিল, গত ২২ জানুয়ারি উন্নতি চিকিৎসার জন্য রাজশাহী এক প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার কে দেখানোর পরে প্রেসক্রিপশন করে নিয়ে বাসায় এসে অ্যান্টিবায়োটিক ইনজেকশন চলছিল, হঠাৎ গত বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থা অবনতি হলে স্থানীয় ডাক্তারদের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাত ১১ টায় মৃত্যুবরণ করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাক্তার রেজাউল করিম জানান, বাসায় চিকিৎসা চলাকালীন অবস্থায় রোগীর অবস্থার অবনতি হলে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন, তার পূর্বের পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র দেখে ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট না থাকলে আমরা ডেঙ্গু পরীক্ষা করিয়ে থাকি, তার রিপোর্টে ডেঙ্গু পজেটিভ আসে, তাৎক্ষণিক আমরা ডেঙ্গুর চিকিৎসা শুরু করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
এফএস