এইমাত্র
  • বাংলাদেশ থেকে ১ হাজার টন ইলিশ নিতে চায় চীন
  • সিএমপিতে শীর্ষ কর্মকর্তাদের বদলি: ৮ বছরের পরিসমাপ্তি ডিসি মোখলেছুরের
  • কুষ্টিয়া আইনজীবী সমিতি নির্বাচনে ৯ পদে আওয়ামী লীগ, ৫ পদে বিএনপি জয়ী 
  • ৪ দিন না যেতেই আবারও উৎপাদন বন্ধ যমুনা সার কারখানায়
  • গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • রাশিয়ায় আরও ৩ হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া
  • সিরাজদিখান উপজেলা কৃষক লীগের সভাপতি লালু গ্রেপ্তার
  • পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • উলিপু‌রে ট্রাক্টরের লাঙলে কাটা প‌ড়ে যুবকের মৃত্যু
  • পবিত্র রমজান কবে শুরু, কখন দেখা যাবে চাঁদ?
  • আজ বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন, ১৪৩১ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    রংপুরে সাতসকালে সড়কে প্রাণ গেল ৬ জনের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০১:০৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০১:০৯ পিএম

    রংপুরে সাতসকালে সড়কে প্রাণ গেল ৬ জনের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০১:০৯ পিএম

    রংপুর, কুষ্টিয়া ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কুষ্টিয়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন, রংপুরে বাসচাপায় মাহিন্দ্রার ৩ যাত্রী এবং বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যে-

    রংপুর

    ঢাকা-রংপুর মহাসড়কের চায়নার মোড় এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস একটি মাহিন্দ্রাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    কুষ্টিয়া

    কুষ্টিয়ার মিরপুর ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন যাত্রীসহ সিএনজি অটোরিকশাটি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথর বোঝায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিয়া খাতুন নামে সিএনজি যাত্রী ও সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন।

    বগুড়া

    ঘন কুয়াশার কারণে বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপর দিকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের হেলপার নিহত হয়। এসময় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…