এইমাত্র
  • সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু
  • টেকনাফে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক
  • ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ
  • বর্তমান পরিস্থিতিকে মোটেই সমর্থন করি না : ডা. শফিকুর রহমান
  • নওগাঁয় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
  • সাবেক মন্ত্রীর বাসায় ডাকাতির খবর, শিক্ষার্থীদের ডেকে নিয়ে হামলার অভিযোগ
  • ফের চ্যাম্পিয়ন হওয়ায় বরিশালে আনন্দ উল্লাস
  • আ.লীগকে নিষিদ্ধের দাবীতে জামালপুরে মশাল মিছিল
  • সময়ের কন্ঠস্বরের প্রতিনিধির ওপর হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা
  • আজ শনিবার, ২৫ মাঘ, ১৪৩১ | ৮ ফেব্রুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক, চালক ও সহকারি নিহত

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম

    ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক, চালক ও সহকারি নিহত

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম

    দিনাজপুরের বিরামপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পাথর বোঝাই একটি ট্রাক। এ সময় নিহত হয়েছেন ট্রাকের চালক ও সহকারি।

    সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত একটার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন বিরামপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিরামপুর-ঘোড়াঘাট রেল ক্রসিং পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- চালক মাহাবুব হোসেন (৩১) ও সহকারি আরিফুল ইসলাম পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর এলাকার।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১টায় পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকায় যাবার পথে বিরামপুর রেলক্রসিং পার হওয়ার সময় গেইটম্যান রেলক্রসিং এর বেরিয়ার না ফেলায় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক, আহত অবস্থায় সহকারিকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল চিকিৎসার নেওয়ার পথে তারও মৃত্যু হয়। অন্যদিকে দুর্ঘটনার কারণে সড়ক পথে যানচলাচল বন্ধ হয়ে যায় এর ফলে রাস্তার দুই পাশে ৫ থেকে ৭ কিলোমিটার যানযটের সৃষ্টি হয় আটকা পড়ে ৫শ' থেকে ৭শ' যানবাহন।

    তবে দুর্ঘটনার পর থেকে ৩ জন গেটম্যান এ পলাতক রয়েছে।

    দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    দুর্ঘটনার কারণে রাতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভোর থেকে স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার ওপর ট্রাকটি পড়ে থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে দিনাজপুর-ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাথরসহ ট্রাকটি রাস্তা থেকে সরানো হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…