সিরাজগঞ্জের বেলকুচিতে অন্তবর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণে সময় রাজাপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বেলকুচি উপজেলার সমেসপুর হাটে লিফলেট বিতরণ করার সময় তাকে আটক করা হয়। সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন।
মজনু মিয়া উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এবং রাজাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন জানান, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ালীগের সভাপতি মজনু মিয়াকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযান পরিচালনার সময় মজনু মিয়াকে গ্রেপ্তার করতে পারলেও বাকীরা পালিয়ে যায় বলেও জানান তিনি।
এমআর