বরগুনার তালতলীতে মো. আরাফাত খান নামে এক মটরসাইকেল চালকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা আরাফাত সিকদার বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কৃত ছাত্রদল নেতা আরাফাত সিকদার উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও একই ইউনিয়নের কলারং গ্রামের শহিদ সিকদারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তালতলী উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তালতলী উপজেলার অধীনস্থ পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরাফাত সিকদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, গত শনিবার রাতে মো. আরাফাত খান ছাত্রদল নেতা আরাফাত সিকদারের মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাকে কুপিয়ে হত্যা করেন।
এমআর