সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী খাতুনের পড়ালেখার দায়িত্ব নিলো পারি ফাউন্ডেশন।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন দরিদ্র রিকশা চালক চাঁদ আলীর বাড়িতে উপস্থিত হয়ে মেডিকেলে চান্স পাওয়া চাঁদনী খাতুনের হাতে ফুলের তোড়া ও ভর্তির খরচ তুলে দেয়। এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও সময়ের কন্ঠস্বর প্রতিনিধি রাজিব আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, তারেক রহমান ও জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বর পত্রিকায় "শাহজাদপুরে রিকশা চালকের মেয়ের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয় দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী কষ্ট করে মেডিকেলে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেও অর্থাভাবে মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
সংবাদটি পারি ফাউন্ডেশন সংশ্লিষ্টদের নজরে আসার পর সময়ের কন্ঠস্বর শাহজাদপুর উপজেলা প্রতিনিধির সাথে যোগাযোগ করে সহযোগিতা ও চাঁদনীর মেডিকেলে পড়ালেখার সকল দায়িত্ব গ্রহণের আগ্রহের কথা জানায়।
এই বিষয়ে পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন জানান, পারি ফাউন্ডেশন থেকে প্রতিবছর ৫ জন দরিদ্র শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব গ্রহণ করা হয়। সেই সাথে সপ্তাহে ১দিন ২ টাকার বিনিময়ে দরিদ্র রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এই বিষয়ে মেধাবী শিক্ষার্থী চাঁদনী খাতুন বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষার রেজাল্ট পেয়ে আমরা আনন্দিত ছিলাম আবার খরচ নিয়ে চিন্তিত ছিলাম। পারি ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে আমার মেডিকেলে পড়ালেখার খরচের দায়িত্ব গ্রহণ করায় আমি উপকৃত হয়েছি। চিকিৎসক হয়ে আমি দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো।
এআই