“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” সবুজ বৃক্ষের ন্যায় সবুজ থাকুক শিশু পরিবারের শিশুদের অবুঝ প্রান এই শ্লোগান নিয়ে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’এর উদ্যোগে বরিশালে তারুণ্যের উৎসব পালিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) নগরীর সরকারী শিশু পরিবার (দক্ষিণ) সৌন্দর্য্য বর্ধন অভিযান ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, বরিশাল বিভাগীয় সমাজ সেবা কার্যলয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন মারিয়া হাসান, জেলা সমাজ সেবা কার্যলয়ের উপপরিচালক এ.কে.এম আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ সহ ৮৪ ইভেন্টের বন্ধুরা।
‘৮৪ ইভেন্ট’ এর সদস্যরা জানায়, ইংরেজ কবি উইলিয়ম ব্লেক ‘দ্য স্কুল বয়’ নামে একটি কবিতা লিখেছিলেন স্কুল পড়ুয়া বালকটি স্কুলের দম বন্ধ পরিবেশে হাঁপিয়ে উঠেছে। সে স্কুলের বাইরে গ্রীষ্মকালীন সকালে প্রতিটি গাছে পাখির গান উপভোগ করতে চেয়েছে। ২০২৫ সালের শুরুর দিকে দাঁড়িয়ে আজও আমরা ব্লেকের কবিতায় উল্লেখিত সেই বালকটির করুণ মিনতির প্রতিধ্বনি শুনতে পাই। বালকটি মূলত আমাদের শিশুদের প্রতীকী রূপ। শিক্ষা লাভ করা প্রতিটি শিশুর মৌলিক অধিকার এবং এই শিক্ষা অবশ্যই আনন্দের ভেতর দিয়ে হতে হবে।
আর সেই আনন্দের অন্তরালে থাকবে আকর্ষণও তাই ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ তারুণ্য উৎসব উপলক্ষ্যে বরিশালের সরকারী শিশু পরিবার (দক্ষিণ) এ সৌন্দর্য্য বর্ধন অভিযান ও বৃক্ষ সবুজায়ন কর্মসূচী হাতে নিয়েছে। সেখানে প্রায় দুই শতাধিক বিভিন্ন ধরণের ফলজ গাছ রোপণ করা হয়।
এআই