চট্টগ্রামের ফটিকছড়িতে আজিজুর রহমান কাশেম (৫০) নামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নানুপুর থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ।
আজিজুর রহমান কাশেম নানুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। ইউনিয়ন আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় (মামলা নং-১৬) আমরা নানুপুর ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান কাশেমকে গ্রেফতার করেছি। আজ মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
এআই