এইমাত্র
  • সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু
  • টেকনাফে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক
  • ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ
  • বর্তমান পরিস্থিতিকে মোটেই সমর্থন করি না : ডা. শফিকুর রহমান
  • নওগাঁয় চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
  • সাবেক মন্ত্রীর বাসায় ডাকাতির খবর, শিক্ষার্থীদের ডেকে নিয়ে হামলার অভিযোগ
  • ফের চ্যাম্পিয়ন হওয়ায় বরিশালে আনন্দ উল্লাস
  • আ.লীগকে নিষিদ্ধের দাবীতে জামালপুরে মশাল মিছিল
  • সময়ের কন্ঠস্বরের প্রতিনিধির ওপর হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা
  • আজ শনিবার, ২৫ মাঘ, ১৪৩১ | ৮ ফেব্রুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামে দিনদুপুরে ডাকাতির সময় গৃহকর্তাকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম

    চট্টগ্রামে দিনদুপুরে ডাকাতির সময় গৃহকর্তাকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম

    চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় দিনদুপুরে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতদের হামলায় এক গৃহকর্তা আহত হয়েছেন, তবে স্থানীয়দের সহযোগিতায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযানের ফলে দুইজন ডাকাতকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

    মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ডাকাতদলে থাকা এক যুবক আগে ওই ভবনে গৃহকর্মীর কাজ করতেন। পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতির ঘটনা ঘটেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির মালিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা লোকমান হাকিম। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। দুপুরের দিকে কয়েকজন ডাকাত তার বাসায় প্রবেশ করে এবং এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে।

    স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে ডাকাতরা ভবনে প্রবেশ করে। পরে বিকট শব্দ ও চিৎকার-চেঁচামেচি শুনে বাসার সামনে রক্ত দেখতে পান তারা। আতঙ্কিত এলাকাবাসী দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

    খবর পেয়ে পুলিশ ও র‍্যাব দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়রা ডাকাতদের আটকাতে চেষ্টা করেন এবং পালানোর সময় তিন ডাকাতের মধ্যে একজনকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। এরপর বেলা পৌনে ১টার দিকে পুলিশ ও র‍্যাব সদস্যরা ভবনের সামনে অবস্থান নেন। পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীকেও খবর দেওয়া হয় এবং একপর্যায়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়।

    অভিযানের একপর্যায়ে দুপুর সোয়া ২টার দিকে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করেন। অভিযানে তারা আরও এক ডাকাতকে গ্রেপ্তার করেন এবং জিম্মি অবস্থায় থাকা লোকমান হাকিমকে উদ্ধার করেন।

    অভিযান শেষে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে জানান, ‘ঘটনার পর থেকে আমরা এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় কেউ মারা যাননি, তবে গৃহকর্তা আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’

    তিনি আরও বলেন, ‘ডাকাতরা ওই ভবনের পরিচিত। তারা আগে এখানে কাজ করতো। পূর্ব পরিকল্পিতভাবেই তারা বাসায় প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালিয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। অভিযান অব্যাহত রয়েছে, এবং আশা করছি আরও তথ্য উদঘাটন করতে পারবো।’

    অভিযানের সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এই সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ডাকাত দলের এক সদস্য ভিকটিমকে বাথরুমে বন্দি করে রাখে। তাকে দ্রুত উদ্ধার এবং চক্রের সদস্যকে আটক করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।’

    এই ঘটনায় স্থানীয়দের তাৎক্ষণিক ভূমিকা ও সাহসিকতার প্রশংসা করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের তৎপরতার কারণেই একজন ডাকাতকে ঘটনাস্থলেই আটক করা সম্ভব হয়, যা পুরো চক্রকে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…