মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মানসিকভাবে অসুস্থ্য মো. অনিক শেখ (১৬) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর-বাগান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সে বালাশুর-বাগান বাড়ি এলাকার নুর ইসলাম ও শারমিন বেগম দম্পতির একমাত্র পুত্র।
প্রতিবেশীরা জানান, অনিকের বাবার বাড়ি পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার শিকারপুর গ্রামে। অনিকের বাবা কুয়েত প্রবাসী নুর ইসলাম শ্রীনগর উপজেলার বালাশুর গ্রামে জায়গা ক্রয় সূত্রে ওই এলাকার বাগান
বাড়িতে ও তার পরিবার বসবাস করে। মঙ্গলবার সকালে অনিক তার খালা রানু বেগমের বসত ঘরে আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অনিকের নানি পারুল বেগম বলেন, অনিক মানসিকভাবে অসুস্থ্য ছিল। এর মধ্যে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। এক্সিডেন্টের ভয়ে অনিকের বাবা-মা মোটরসাইকেল কিনে দিতে রাজি হননি। সে অভিমান করে আত্মহত্যা পথ বেছে নেয়।
শ্রীনগর থানার ওসি মো. শাকিল জানান, অনিক শেখ (১৬) নামে এক তরুণের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এআই