ঢাকার ধামরাইয়ে ২টি ইট ভাটায় পরিবেশ ছাড়পত্র না থাকায় অভিযান চালিয়ে মোট ২২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরেই লাইসেন্স ছাড়াই দুটি ইটভাটা পরিচালিত করছিল কর্তৃপক্ষ।
সোমবার (০৩ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এর নের্তৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি ইট ভাটাকে মোট ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ডেমরান এলাকায় অবস্থিত প্রিয়াঙ্কা ব্রিকসকে (PBC) ১০ লাখ টাকা ও একই এলাকার ধামরাই ব্রিকসকে (DBC) ১২ লাখ টাকা করে মোট ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়েছে। সেই সাথে ভেকু দিয়ে কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ডেমরান এলাকায় প্রিয়াঙ্কা ব্রিকস ও ধামরাই ব্রিকস ২টি পরিবেশের ছাড়পত্র ও ডিসি লাইসেন্স না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রিযাঙ্কা ব্রিকসকে ১০ লাখ টাকা ও ধামরাই ব্রিকসকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এই অভিযান সব সময় চলমান থাকবে।
এআই