কিশোরগঞ্জের ইটনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নির্দেশে তারেক রহমানের ৩১ দফা প্রচারের মঞ্চ ও দলীয় কার্যালয় ভাঙচুর, দলীয় নেতাকর্মীদের অনুষ্ঠানে যোগদানে বাধা প্রদান, মারপিট, প্রাণে হত্যার উদ্দেশ্যে আঘাতসহ, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংরক্ষিত ছবি ভাঙচুর এর প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লার সমর্থকরা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, গত (১ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে এলংজুরী বাজার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভার মঞ্চ ও দলীয় কার্যালয় ভাঙচুর, দলীয় নেতাকর্মীদের অনুষ্ঠানে যোগদানে বাধা প্রদান, মারপিট, প্রাণে হত্যার হত্যার উদ্দেশ্যে আঘাতসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংরক্ষিত ছবি সম্বলিত ব্যানারে অগ্নিসংযোগ করেছে।
সংবাদ সম্মেলনে এ ঘটনার সাথে চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের নির্দেশে ইটনা থানার ওসি (৩১ জানুয়ারি) সারাদিন এলংজুরী উপস্থিত থেকে বিএনপির সাধারণ কর্মী সমর্থকদেরকে ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি দিয়ে মিটিং যখন বন্ধ করতে পারেনি। তখন তার ওসির সরাসরি মদদে কতিপয় সন্ত্রাসীরা মঞ্চ ভাংচুর করে।
তাদের মধ্যে অন্যতম বিএনপি চেয়ারপার্সনের গাড়ীভহরে হামলা মামলার আসামি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন কাঞ্চনের নেতৃত্বে ও এলংজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জব্বার, সরকারি চাকুরিজীবি লোকমান, জুয়েল, রতন, রহিম হাবিব দলবল নিয়ে ভাংচুর করে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রিন্সিপাল হাবিবুর রহমান ভূইয়া বলেন, ফজলুর রহমান বিএনপি করলেও তিনি আওয়ামী আদর্শ লালন করছেন। তাইতো তিনি এলাকায় অন্য কেউ নেতা হোক কিংবা দলীয় কর্মকান্ড করুক তা তিনি প্রকাশ্যে বাধা দেন। তিনি এসব অপকর্মের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ অবঃ হাবিবুর রহমান ভূঁইয়া, ইটনা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এরশাদ উদ্দিন মল্লিক, এলংজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতউর রহমান আকন্দ, ইটনা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রহমান, ইটনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইউসুফ আলী, ইটনা উপজেলা যুবদলের আহ্ববায়ক মো. আবেদ খান, ইটনা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আলম মিয়া, ইটনা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নুরু মিয়া, ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, আজহারুল ইসলাম ডালিম, তামিম আহমেদ, মো. সাবাজ মিয়া, মিজানুর রহমান, রেজাউল কবির নয়ন, মো: আ: রাশিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এআই