পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চর হরিদেবপুর গ্রামের বাবুর্চি বাড়ি সামনের রামনাবাদ নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে ইউনিয়ন পরিষদের সদস্য দুলালকে খবর দেন। পরে তিনি গলাচিপা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি দল গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্তে সিআইডির চৌকস টিমকে বিষয়টি জানানো হয়েছে।
এআই