শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিন ব্যাপী নগরীর ব্রাউন কম্পাউন্ড মসজিদ সংলগ্ন ১৬নং ওয়ার্ডের দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৬নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বরিশাল মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুম্মান’র সহযোগীতায় গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের ফ্রি চিকিৎসা, বিদেশী লেন্স ছাড়া ছানি অপারেশন ও স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষার পর বাছাইকৃত রোগীদের চক্ষু রোগের চিকিৎসা ও ব্যবস্থাপত্র, চশমা, চোখের প্রেসার মাপা, ছানী রোগীদের অপরারেশনের ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির সদস্য ও ১৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কামরুল হাসান রতন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চপল, ১৬ নং ওয়ার্ড যুদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, যুব নেতা কে এম টিপু ও আমিরুল, ১৬নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি উজ্জ্বল বাড়ৈ, সম্পাদক নুর মোহাম্মদ সজলসহ অনন্যরা।
পিএম