কুমিল্লার সদর দক্ষিণে বিষপানে হানিফ মিয়া (৪৫) নামের একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিজয়পুর ইউনিয়নের শ্রীবিদ্যা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া একই এলাকার বসত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এস আই) মাহমুদুল হাছান। তিনি জানান, হানিফ মিয়া মাদকাসক্ত থাকতেন। এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন বলেও পরিবার জানিয়েছে। এমন কি ঘটনার দিন কোনো ঝগড়া বিভাদও হয় নি কারো সাথে। নিজে থেকেই বিষপান করেছেন। পরে, মৃত দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পিএম