এইমাত্র
  • রোহিঙ্গা শনাক্তে ইসিকে ডাটা দেবে ইউএনএইচসিআর
  • সংস্কার বিষয়ে কাল এলডিপির সঙ্গে বসছে ঐকমত্য কমিশন
  • নতুন টাকায় থাকছে না ব্যক্তির ছবি: অর্থ উপদেষ্টা
  • ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে
  • তিন শিশুকে বলৎকার চেষ্টার অ‌ভি‌যো‌গে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
  • মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড
  • বাজিতপুরে আগুনে দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
  • গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
  • চাটমোহরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
  • 'চন্দ্রিমা উদ্যান' নাম পরিবর্তন করে পুনরায় 'জিয়া উদ্যান' ঘোষণা
  • আজ বুধবার, ৫ চৈত্র, ১৪৩১ | ১৯ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    রাতের আঁধারে গ্রেপ্তার কর্ণফুলীর দুই আ.লীগ নেতা, পুলিশের নানা কৌশল

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ পিএম

    রাতের আঁধারে গ্রেপ্তার কর্ণফুলীর দুই আ.লীগ নেতা, পুলিশের নানা কৌশল

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ পিএম

    চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন বড়উঠান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুর (৪৮) এবং চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শফি আলম (৪০)।

    বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়উঠান দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় নিজ বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলার সময় আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে আবদুল শুক্কুরকে আটক করে এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

    একই দিন রাত সাড়ে ৯টার দিকে চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ডের ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি থেকে মো. শফি আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল শুক্কুর দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকার বাসিন্দা রজ্জা বাপের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি। তবে এলাকাবাসীর দাবি, তিনি কেবল সভাপতি পদপ্রার্থী ছিলেন। অন্যদিকে, মো. শফি আলম ইয়াছিন চেয়ারম্যানের বাড়ির মৃত আব্দুস ছবুরের ছেলে।

    পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় হস্তান্তর করা হতে পারে।

    বড়উঠান শাহমীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল গফুর জানান, আবদুল শুক্কুরকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কর্ণফুলী থানা হেফাজতে ছিলেন, তবে রাতের মধ্যেই তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হতে পারে।

    গ্রেপ্তারের কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, পুলিশ নানা কৌশলে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করছেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…