এইমাত্র
  • জামানত ছাড়াই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ
  • শাহীন চাকলাদারের ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
  • মানুষের কল্যাণে কাজ করুন, উপদেষ্টাদের রিজভী
  • বহুল প্রতিক্ষীত দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু উদ্বোধন আগামীকাল
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা-সকাল ৭টা সেচ কার্যক্রম চালানোর অনুরোধ
  • এবার যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • কাঠগড়ায় কাঁদার পর হাসতে হাসতে হাজতখানায় যান সাবেক মন্ত্রী শাজাহান
  • রমজানের প্রথম ১০ দিনে ৩৩ ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ
  • ময়মনসিংহে ছদ্মবেশে থাকা নারীসহ আরাকান আরসার ৪ সদস্য আটক
  • আজ সোমবার, ৩ চৈত্র, ১৪৩১ | ১৭ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    শিবচরে পার্সের দোকানে ১২ লক্ষ্য টাকার পণ্য চুরি

    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম
    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম

    শিবচরে পার্সের দোকানে ১২ লক্ষ্য টাকার পণ্য চুরি

    তামিম ইসমাইল, শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম

    মাদারীপুর জেলার শিবচর থানার মাদবরের চর ইউনিয়নের বেইলী ব্রীজ বাজারে শেষরাতে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।

    বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বেইলী ব্রীজ বাজারের চোকদার মোটরস নামে দোকান থেকে ৬০টি অটো চালিত ব্যাটারিসহ অটো চালিত বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে একটি চোরচক্র। এতে কমপক্ষে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে মালিক পক্ষ জানান।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়নাল চোকদার একজন ভালো মানুষ। তিনি বেইলী ব্রীজ বাজারে বেশ কয়েক বছর ধরে ব্যবসা করে আসছে। তার দোকানে মোটামুটি সব ধরনের অটোর যন্ত্রাংশ পাওয়া যায়। কিন্তু ভোর রাতে তার দোকানে মালামাল চুরি হয়ে যায়। ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক।

    ভুক্তভোগী দোকান মালিক জয়নাল চোকদার জানান, সকালে দোকানে এসে দোকানের শাটারের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানে ৬০ পিস অটোর ব্যাটারি ও কিছু যন্ত্রাংশ এবং ক্যাশে থাকা কিছু নগদ টাকা সবই চুরি হয়ে গেছে। আমি একজন ক্ষুদ্র দোকানদার আমার অনেক বড় ক্ষতি হয়ে গেলো।

    রুবেল মোড়ল বরাতদিয়ে বলেন, আমি বেইলী ব্রীজ বাজারে ফার্মেসির ব্যবসা করি। সকালে দোকান খুলতেই হঠাৎ শুনতে পাই জয়নাল ভাইয়ের দোকানে চুরি হয়েছে। বিষয় হল এই বাজারে তিনজন পাহারাদার আছে তারা থাকতে কিভাবে চুরি হলো তা আমরা বুঝলাম না। এভাবে চুরি হতে থাকলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগব।

    শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, চুরির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করি। চুরি হওয়ার ব্যাপারে তদন্ত চলছে।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…