মাদারীপুর জেলার শিবচর থানার মাদবরের চর ইউনিয়নের বেইলী ব্রীজ বাজারে শেষরাতে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বেইলী ব্রীজ বাজারের চোকদার মোটরস নামে দোকান থেকে ৬০টি অটো চালিত ব্যাটারিসহ অটো চালিত বিভিন্ন যন্ত্রপাতি চুরি করে একটি চোরচক্র। এতে কমপক্ষে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে মালিক পক্ষ জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়নাল চোকদার একজন ভালো মানুষ। তিনি বেইলী ব্রীজ বাজারে বেশ কয়েক বছর ধরে ব্যবসা করে আসছে। তার দোকানে মোটামুটি সব ধরনের অটোর যন্ত্রাংশ পাওয়া যায়। কিন্তু ভোর রাতে তার দোকানে মালামাল চুরি হয়ে যায়। ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক।
ভুক্তভোগী দোকান মালিক জয়নাল চোকদার জানান, সকালে দোকানে এসে দোকানের শাটারের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানে ৬০ পিস অটোর ব্যাটারি ও কিছু যন্ত্রাংশ এবং ক্যাশে থাকা কিছু নগদ টাকা সবই চুরি হয়ে গেছে। আমি একজন ক্ষুদ্র দোকানদার আমার অনেক বড় ক্ষতি হয়ে গেলো।
রুবেল মোড়ল বরাতদিয়ে বলেন, আমি বেইলী ব্রীজ বাজারে ফার্মেসির ব্যবসা করি। সকালে দোকান খুলতেই হঠাৎ শুনতে পাই জয়নাল ভাইয়ের দোকানে চুরি হয়েছে। বিষয় হল এই বাজারে তিনজন পাহারাদার আছে তারা থাকতে কিভাবে চুরি হলো তা আমরা বুঝলাম না। এভাবে চুরি হতে থাকলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগব।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ বলেন, চুরির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করি। চুরি হওয়ার ব্যাপারে তদন্ত চলছে।