আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনীত হয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই উপজেলায় জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চট্টগ্রাম ১ আসনে এডভোকেট সাইফুর রহমানকে চূড়ান্ত মনোনীত করেছে সংগঠন। এতে আমরা সংগঠনের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে নিয়েছি। আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সাংগঠনিক সার্বিক দিক নির্দেনা মেনে আমরা কাজ করবো।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠিত হলে দেশের সকল মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের সকল ধর্মের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।
এবিষয়ে কথা বলতে সাইফুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম (মেসেঞ্জার) এ কল করা হলে তার সহধর্মিণী এডভোকেট উম্মে সালমা কল রিসিভ করে মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে, দেশের জাতীয় এক দৈনিক পত্রিকায় চট্টগ্রামের ১৬ আসনে জামায়াতের প্রার্থীর বিষয়ে সংবাদ প্রকাশ করে।
জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম৪ ( সীতাকুণ্ড) আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি- বাকলিয়া). ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী- হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম,চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা.শাহাতৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে শাহজাহান চৌধুরি, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম।
পিএম