এইমাত্র
  • ঈদ সিনেমায় পাঁচ নায়িকার অভিষেক
  • 'অনুশোচনার মতো কিছুই নেই' শেখ হাসিনা চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
  • আজ রবিবার, ৮ চৈত্র, ১৪৩১ | ২৩ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    দেড় থেকে দুই বছরের মধ্যেই নির্বাচনটা হয়ে যাওয়া দরকার: ব্যারিস্টার ফুয়াদ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

    দেড় থেকে দুই বছরের মধ্যেই নির্বাচনটা হয়ে যাওয়া দরকার: ব্যারিস্টার ফুয়াদ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

    'এবি পার্টি'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছেন ঐক্যমতের ভিত্তিতে দেড় থেকে দুই বছরের মধ্যেই নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। আমরা আমাদের দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে এমনটাই বলেছি।

    সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এবি পার্টির জেলা কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

    তিনি আরো বলেন, নির্বাচনটা সংস্কারের একটা মোটা দাবি, সংস্কারের রুপরেখার মধ্যেই নির্বাচন আছে এবং সেটা চলমান। এখানে আমরা নূন্যতম বিরোধ দেখতে পাচ্ছি না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যেটাই করতে চাই সেটা যেন ঐক্য মতের ভিত্তিতে হয়। নির্বাচন সুষ্ঠু হওয়া না হওয়া নিয়ে এখন পর্যন্ত আমরা কোন সন্দেহ দেখতে পাচ্ছি না। নির্বাচন সুষ্ঠু হওয়ার সকল কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি।

    এদিকে বর্তমান অন্তবর্তী সরকার রাষ্ট্র পরিচালনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাষ্ট্রের ব্যাংক একাউন্ট আওয়ামী লীগ ফাঁকা করে দিয়ে গেছে। ৪০ টা ব্যাংক লুট করে আওয়ামী লীগ রেড জোনে রেখে গেছে। আওয়ামী লীগের আমলে প্রত্যেকদিন দেড় থেকে দুই হাজার কোটি টাকা পাচার হয়েছে।

    এদিকে সম্মেলনে যোগ দিতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা উপস্থিত হন শহীদ মিনার চত্বরে। সম্মেলনে স্থানীয় নেতাকর্মীর পাশাপাশি বক্তব্য রাখেন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নেতারাও।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…