এইমাত্র
  • রোহিঙ্গা শনাক্তে ইসিকে ডাটা দেবে ইউএনএইচসিআর
  • সংস্কার বিষয়ে কাল এলডিপির সঙ্গে বসছে ঐকমত্য কমিশন
  • নতুন টাকায় থাকছে না ব্যক্তির ছবি: অর্থ উপদেষ্টা
  • ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে
  • তিন শিশুকে বলৎকার চেষ্টার অ‌ভি‌যো‌গে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
  • মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড
  • বাজিতপুরে আগুনে দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
  • গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
  • চাটমোহরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
  • 'চন্দ্রিমা উদ্যান' নাম পরিবর্তন করে পুনরায় 'জিয়া উদ্যান' ঘোষণা
  • আজ বুধবার, ৫ চৈত্র, ১৪৩১ | ১৯ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া প্রদান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

    লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া প্রদান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

    লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন (লাম্প গ্রান্ড, আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিল) বকেয়া টাকা প্রদান করা হয়েছে।

    লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভা হল রুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন।

    এ সময় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, হিসাব রক্ষণ কর্মকর্তা প্রাণ গোপাল প্রমুখ।

    এতে উপস্থিত ছিলেন পৌরসভার কর্মচারী এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য আজাদ হোসেন, রাজু আহমেদ।

    পৌরসভা সূত্রে জানা যায়, বিগত দিনে লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর মাঝে অবসরকালীন বকেয়া ৩ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টাকার মধ্যে আজ পৌরসভার প্রশাসকের উদ্যোগে ১ কোটি ১১ লাখ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

    পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, বিগত দিনে লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ২৬কোটি টাকা ঋণ ছিলো। এটি অত্যান্ত দুঃখজনক। "ক" শ্রেণীর পৌরসভা হয়েও এমন পৌরকার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ঋণ পরিশোধ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কিছু বকেয়া পরিশোধ করা হয়েছে। আস্তে আস্তে বাকি ঋণও পরিশোধ করা হবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…