চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কাঠ বোঝাই চাঁদের গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মোহাম্মদ ফুরকান (৪৫) তিনি উপজেলার চন্দ্রঘোনা কালুগোট্টা এলাকার মো. হোসেনের ছেলে।
আহতরা হলেন- সাতকানিয়া উপজেলার মো. পারভেজ এবং বাকী দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং একজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই আখতার হোসেন জানান, সিএনজিটি কাপ্তাইয়ের দিকে এবং চাঁদের গাড়িটি রোয়াজারহাটের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে চাঁদের গাড়িটি উল্টে সিএনজির ওপর পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চারজন আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এআই