চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি খালে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এমআর-২