এইমাত্র
  • রোহিঙ্গা শনাক্তে ইসিকে ডাটা দেবে ইউএনএইচসিআর
  • সংস্কার বিষয়ে কাল এলডিপির সঙ্গে বসছে ঐকমত্য কমিশন
  • নতুন টাকায় থাকছে না ব্যক্তির ছবি: অর্থ উপদেষ্টা
  • ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে
  • তিন শিশুকে বলৎকার চেষ্টার অ‌ভি‌যো‌গে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
  • মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড
  • বাজিতপুরে আগুনে দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
  • গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
  • চাটমোহরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
  • 'চন্দ্রিমা উদ্যান' নাম পরিবর্তন করে পুনরায় 'জিয়া উদ্যান' ঘোষণা
  • আজ বুধবার, ৫ চৈত্র, ১৪৩১ | ১৯ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    নওগাঁয় কারাগারে আটক থাকা আ’লীগ নেতার মৃত্যু

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

    নওগাঁয় কারাগারে আটক থাকা আ’লীগ নেতার মৃত্যু

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

    ভারতীয় জাল রুপিসহ আটক সেই আ’লীগ নেতার মৃত্যু হয়েছে। নওগাঁ জেলা কারাগারে আটক থাকা ওই হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    এদিকে মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে এলাকাবাসী জানান।

    নিহত ব্যক্তির নাম সিদ্দিক হোসেন মোল্লা (৪৫)। তিনি জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

    এর আগে গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি পরানপুর এলাকার একটি চায়ের দোকানে ভারতীয় জাল রুপি লেনদেনের সময় সিদ্দিক মোল্লা ও মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ।

    এসময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। এর পর থেকে তারা দুজনেই নওগাঁ কারাগারে হাজতবাস করছিলেন।

    আটক ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান। তিনি বলেন, গত কয়েকদিন আগে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।

    তিনি আরও বলেন, এ ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার দু’জনকে ৩দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। কিন্তু দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে ওই দুজনকে আদালতের মাধ্যমে আবারও নওগাঁ কারাগারে পাঠানো হয় বলেও জানান এই কর্মকর্তা। এরপর শুনতে পাই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    নিহত সিদ্দিক হোসেন মোল্লা কারাগারে আটক ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম। তিনি মুঠোফোনে বলেন, সিদ্দিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রাতে আমি তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। তিনি কি কারণে মারা গেছেন সেই বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তবে তিনি অসুস্থ ছিলেন বলে জানান এই কর্মকর্তা।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…