ধীরে ধীরে জমে উঠছে ঈদ সিনেমা বাজার। সারা বছর প্রেক্ষাগৃহ দর্শক খরায় ভুগলেও ঈদের সময়ে বন্ধ থাকা হলগুলোর দুয়ার খুলে নতুন সিনেমা নিয়ে। কারণ লগ্নি ওঠানোর আশায় প্রযোজক-পরিচালকরা সিনেমা মুক্তি দিতে বেছে নেন দুই ঈদ। প্রায় লম্বা সময় ধরেই প্রতি বছর ঈদে নায়কদের লড়াই বলতে গেলে অনেকটাই একপেশে সুপারস্টার শাকিব খানের কারণে। তবে অন্য নায়কদের সিনেমাও দর্শকরা দেখছেন গত বেশ কয়েক বছর ধরে।
তবে ঈদ সিনেমার ক্ষেত্রে নায়িকাদের লড়াইটা বেশ জমজমাট হয় প্রতি বছরই। তার ব্যতিক্রম ঘটছে না এবারও। আসন্ন ঈদে মুক্তির তালিকায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে 'বরবাদ', 'দাগি', 'জংলি' ও 'জিন-৩'। সংশ্লিষ্ট তথ্য মতে, এই চারটি সিনেমা এখন পর্যন্ত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড না পেরুলেও এগুলোর মুক্তি পাওয়াটা অনেকটা নিশ্চিত। আর এই চার সিনেমার মধ্য দিয়ে এবারের ঈদে লড়াইয়ে নামছেন ছয় নায়িকা। তারা হলেন-তমা মির্জা, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, দীঘি ও কলকাতার ইধিকা পাল।
ঢালিউডের অন্যতম গ্ল্যামারাস এবং সু-অভিনেত্রী তমা মির্জা দুই বছর পর ঈদে হাজির হতে যাচ্ছেন তার অভিনীত সিনেমা নিয়ে। শিহাব শাহীন পরিচালিত আলোচনায় থাকা 'দাগি' সিনেমাটি নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় আফরান নিশোকে। এই জুটির দ্বিতীয় সিনেমা 'দাগি'। অভিনয়ের ক্ষেত্রে বরাবরই প্রশংসিত তমা এই সিনেমাতেও দর্শকদের মনোযোগে থাকবেন বলেই ধারণা সিনেমা-সংশ্লিষ্টদের। দেশের বড় দুই প্রযোজনা প্রতিষ্ঠান চরকি ও আলফা আইয়ের সঙ্গে ভারতের এসভিএফ মিলে নির্মাণ করেছে সিনেমাটি। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে ‘ন ডরাই’ খ্যাত সুনেরাহ বিনতে কামালকেও।
নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ নিয়ে শাকিব খানের সঙ্গে হাজির হবেন 'প্রিয়তমা' খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ছবিটি নিয়ে দর্শকরা যেমন আশাবাদী, তেমনি আশায় বুক বেঁধেছেন হল মালিকরাও। ইতিমধ্যে হল বুকিং শুরু হয়েছে বলে জানা গেছে। 'প্রিয়তমা'র পর আবারও ঈদে হাজির হচ্ছেন ইধিকা। সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার প্রকাশিত টিজারে দেখা মিলেছে এই নায়িকার। টিজারে শাকিব খানকে দেখা গেছে গ্যাংস্টার বাবার বখে যাওয়া সন্তানের চরিত্রে। যে কি না ড্রাগ নিচ্ছে, যার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে, রক্ত ছিটকে এসে লাগছে তার চোখে-মুখে। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। সেই নিতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। এখন দেখার বিষয় 'প্রিয়তমা'র পর এই সিনেমায় দর্শকরা কেমনভাবে গ্রহণ করেন ইধিকাকে।
গত বছর থেকেই প্রস্তুত এম রাহিমের 'জংলি'। ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছিল গত কুরবানি ঈদের আগে। কথা ছিল, কুরবানির ঈদেই ছবিটি মুক্তি পাবে। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা।
ঘোষণা দেন, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি দেবেন ‘জংলি’। ছবিটি নিয়ে অনেক আগে থেকেই আলোচনায় শবনম বুবলী। তার সঙ্গে রয়েছেন আরেক নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছবিতে ভিন্ন লুকে ধরা দেবেন সিয়াম আহমেদ। এর মধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচার-প্রচারণা। ১২ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত ‘জনম জনম’ গানটি দর্শকের আগ্রহ বাড়িয়েছে। পোস্টার, গান, প্রি-টিজ দেখে ধারণা করা যায়, সিয়াম ও দীঘির মধ্যে থাকে প্রেমের সম্পর্ক। প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাক্সিক্ষত ঘটনার জেরে বদলে যায় সিয়ামের জীবন। হয়ে ওঠে জংলি। সে সময় তার জীবনে আগমন হয় বুবলীর। বুবলীর লুক এই সিনেমায় এখন পর্যন্ত বেশ আগ্রহী করে তুলেছে দর্শকদের। দেখার বিষয় ঈদের সময় সেই আগ্রহের পারদ কতটা বাড়ে!
দীর্ঘদিন পর আবার ঈদে দেখা মিলতে চলেছে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়ার। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত 'জ্বিন-৩' এর মাধ্যমে ঈদে প্রেক্ষাগৃহে আলো ছড়াবেন ফারিয়া। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমায় নায়িকার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল।
সব মিলিয়ে বলা যায় এবারের ঈদে বড়পর্দায় নায়িকাদের লড়াইটা বেশ জমজমাট। তবে শেষ পর্যন্ত সেই লড়াইয়ে কে হাসবেন তা জানার জন্য থাকতে হবে অপেক্ষায় সিনেমাগুলো মুক্তি পাওয়া পর্যন্ত।