পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ আফ্রিকার সিলেট প্রবাসীদের সংগঠন সিলেট ডিভিশন সিটিজেন ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় ইফতার মাহফিল।
রবিবার (৯ মার্চ) দক্ষিণ আফ্রিকার কেপটাউনের রাইলেন্ডের একটি কমিউনিটি সেন্টারে হয় এই আয়োজন। সংগঠনের সহ সভাপতি রুহুল আমিনের পরিচালনায় ও সভাপতি আসাব আলি শাহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা এয়াহিয়া চৌধুরী সামি।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়াউল হোসেন তুহিন,দেলোয়ার হোসেন খান,মুন্না কয়েছুজ্জামান,তোফাজ্জল হোসেন,মাছুম আহমেদ কাওছার,ইমন রিয়াজ হাফিজ,বাচ্চু প্রমুখ।
বক্তারা সিলেট ডিভিশন সিটিজেন ফোরামের গতিশীল কর্মকান্ডে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন এবং কমিউনিটির উন্নয়নে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সহযোগিতায় কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।
এসআর