দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৪০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে জোহানেসবার্গের ও আর থাম্বু বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
দেশটির একুরহুলেনি মেট্রোপলিটন পুলিশ বিভাগের (EMPD) মুখপাত্র অ্যান মাকগাটো বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে জোহানেসবার্গের ও আর থাম্বু বিমানবন্দর এলাকায় বাস দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। এ সময় আরও প্রায় ৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ফলে ওই এলাকায় চারটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহন চালকদের তীব্র যানজটের বিষয়ে সতর্ক করে বিকল্প রুট ব্যবহার করার জন্য অনুরোধ করেন এই কর্মকর্তা।
এমআর-২