শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও র্যাব ফেনীর সহায়তায় বিশেষ অভিযানে খুনসহ ডাকাতি মামলার দন্ডপ্রাপ্ত সন্দিগ্ধ পলাতক আসামীসহ ৩ জন আসামী গ্রেফতার হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে জালাল ওরফে স্প্রিং জালাল, ব্রাহ্মণবাড়িয়া সদরের মালিহাতা আঃ খালেক গ্রামের অলফত আলী, ফেনী সদরের পাছগাছিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে খুরশদে আলম।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে এসব তথ্য দেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সী।
এর আগে সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সীর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক টিম ও ফেনীর র্যাবের সহায়তায় ফেনী জেলায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ওই ৩জন গ্রেপ্তার হয়।
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার একটি ক্লুলেস হত্যা মামলাসহ হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ২০ মামলার আসামী এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেফতার করা হয়। গত ৬ ফেব্রুয়ারি পুলিশের হাতে আটক হওয়ার পর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন ৭ ফেব্রুয়ারি সে পালিয়ে যায়।
এনআই