ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার কড়ইতলা বাজারে মাদকসংক্রান্ত আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় এক যুবক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত যুবক ইমরান হোসেন (৩০) পৌরসভার কড়ইতলা গ্রামের বাসিন্দা ও এরশাদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান হোসেন ও তার ব্যবসায়িক সহযোগী সানি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার বিকেলে তাদের মধ্যে টাকা-পয়সা নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সানি উত্তেজিত হয়ে বাঁশ দিয়ে ইমরানের মাথায় আঘাত করেন, এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত ইমরানকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানেও রেহাই মেলেনি! হাসপাতালে পৌঁছানোর পরপরই গেটের সামনে আবারও হামলার শিকার হন ইমরান। সেখানে আরও এক দফা মারধরের পর হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, "সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, আর পুলিশ জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।
এনআই