চার বছর হলো মারা গেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। শেষ দিনগুলোতে তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন ৮ জন চিকিৎসক। এরমধ্যে ৭ জনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধ করার অভিযোগ ওঠায় তাদের বিচার শুরু হয়েছে।
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার সময় মারা যান ম্যারাডোনা। কোকেইন ও অ্যালকোহল আসক্তির দীর্ঘদিন ধরেই নানান সমস্যায় ভুগছিলেন তিনি।
অভিযোগ ওঠে, এই সাত চিকিৎসক চিকিৎসাকালীন এমন একটি পদক্ষেপ অনুসরণ করার জন্য দায়ী যা তারা জানতো ফুটবলারের মৃত্যুর কারণ হতে পারে। তাদের বিরুদ্ধে অবহেলা প্রমাণ হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে।
১৯৮৬ বিশ্বকাপে প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন ম্যারাডোনা। এরপর দুনিয়াব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আর্জেন্টিনার ফুটবলের সমর্থক হয়ে উঠে তার নাম। ২০২০ সালে কোভিড মহামারির সময় তার মৃত্যুর বিপুল নাড়া দিয়ে যায় মানুষকে।
বুয়েনোস আইরেসের সান ইসিদ্রো শহরতলীতে দীর্ঘ বিলম্বিত বিচারে ম্যারাডোনার পরিবারের সদস্য এবং বছরের পর বছর তার চিকিৎসা করা ডাক্তারসহ ১০০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শুনানি জুলাই পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।
ডিয়াগো ম্যারাডোনার মৃত্যু ফুটবল বিশ্ব এবং তার নিজ দেশ আর্জেন্টিনাকে গভীর শোকের মধ্যে ফেলে দেয়। হাজার হাজার মানুষ বুয়েনস আয়ার্সের রাষ্ট্রপতি প্রাসাদে তার কফিনের কাছে এক নজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন।
এমআর-২