বগুড়ার শেরপুরে বিশেষ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (৩৬) নামে এক ছাত্রলীগ নেতাকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) রাত পোনে ১টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ওমরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শরিফুল ইসলাম উপজেলার সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ওই এলাকার বাসিন্দা মো. খোদাবক্স এর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত বছরের ২ নভেম্বর দায়ের করার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এআই