ময়মনসিংহের ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, চিনি, তেঁতুলসহ কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি। এসময় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়। আটক ওই ব্যক্তির নাম মো. ইয়াছিন আনোয়ার (৩২)। তিনি ঢাকার কামরাঙ্গীচরের নয়াগাঁও গ্রামের মো: ইব্রাহিম শিকদারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজলার সূর্যপুর, ঘোষগাঁও, বাদরকাটা বিওপি ও শেরপুরের ঝিনাইগাতী উপজলার তাওয়াকুচা ও নকশী বিওপি'র সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল চোরাকারবারি চক্র। এক গোপন সংবাদর ভিত্তিতে বিজিবির টহলদল এসব এলাকায় পৃথক অভিযান চালালে চোরাকারবারি চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। এসময় একটি মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে পিকআপ চালক ইয়াছিনকে আটক করা হয়। এসময় এক হাজার ৬৪৫ কেজি ভারতীয় জিরা, ৩৫৫ কেজি ভারতীয় চিনি, ৪৯২ পিস ভারতীয় কসমেটিকস সামগ্রীসহ ৬৫ কেজি ভারতীয় তেঁতুল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিজিবি-৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, ভারতীয় পণ্যগুলো অবৈধভাবে চোরাইপথে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। বিজিবির টহলদল চোরাচালানের তথ্য পেয়ে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্যগুলো জব্দ করে একজনকে আটক করেছে। সীমান্তে চোরাচালান বন্ধ করতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।
এসআর