এইমাত্র
  • পঞ্চগড়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে
  • মাদারীপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যার অভিযোগ
  • নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী, পদ ৪০০
  • গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
  • আসন্ন ঈদুল ফিতরে লম্বা ছুটি, কবে থেকে কত দিন
  • টিসিবির জন্য ২৭৩ কোটি টাকার ডাল-তেল ক্রয় প্রস্তাব অনুমোদন
  • ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমিদুল
  • যে কারণে ধসে পড়ল গাজায় যুদ্ধবিরতি চুক্তি
  • তসলিমা নাসরিনকে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে ফেরানোর দাবি বিজিপির
  • ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • আজ মঙ্গলবার, ৪ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে দ্রুত সময়ে কাজ শুরুর দাবি

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম

    তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে দ্রুত সময়ে কাজ শুরুর দাবি

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৭:০০ পিএম

    তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে তিস্তা নদী বেষ্টিত উত্তরের জেলা নীলফামারীর অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে পানি উন্নয়ন বোর্ড ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পাওয়ার চায়না।

    বুধবার (১২ মার্চ) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিস্তাপাড়ের মানুষ, তিস্তা নদীরক্ষা আন্দোলনকারী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অংশীজনদের অংশগ্রহণে ‘তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পাওয়ার চায়না কোম্পানির সিনিয়র এক্সপার্ট মকবুল হোসেন। এ সময় পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হান কুন ও লিও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    পাওয়ার চায়নার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ‘নীলফামারীসহ উত্তরের পাঁচটি জেলার তিস্তা নদীর ১১০ কিলোমিটার এলাকায় এক হাজার ৩৩০ লক্ষ ঘনমিটার ড্রেজিং কার্যক্রম চালানো হবে। এই প্রকল্পের আওতায় নদীর তীর প্রতিরক্ষা কাজ, নদীর দুইধারে বাঁধ নির্মাণ ও মেরামত, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও মেরামত, নদীর দুইধারে সড়ক নির্মাণ, ১৭০ দশমিক ৮৭ বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন এবং পরিবেশগত ও সামাজিক সুরক্ষা কাজ করা হবে।’


    প্রকল্পটি বাস্তবায়িত হলে, গ্রোয়েন নির্মাণ ও তীর প্রতিরক্ষা কাজের মাধ্যমে নদী ভাঙন রোধ করা সম্ভব হবে। খননকৃত মাটি ব্যবহার করে নদীর তীরবর্তী জমি পুনরুদ্ধার করে সেখানে অর্থনৈতিক অঞ্চল, স্যাটেলাইট টাউন নির্মাণ এবং সেচ ও কৃষি ব্যবস্থার উন্নয়নের সুযোগ তৈরি করা যাবে।

    এছাড়াও, শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহারের জন্য বর্ষাকালে শাখা নদীসহ ব্যারেজের উজানে তিস্তা নদীতে প্রয়োজনীয় পানি সংরক্ষণ করা যাবে এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

    মতবিনিময় সভায় বক্তৃতা দেন পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, তত্ত্ববধায়ক প্রকৌশলী মিজানুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নদী গবেষক তুহিন ওয়াদুদ, নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা আদালতের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতের আমীর আব্দুস সাত্তার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন প্রমুখ। এসময় তারা অতিদ্রুত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…