এইমাত্র
  • পুরনো নয়, ভবিষ্যতের দুর্নীতি প্রতিরোধে জোর দিতে হবে: দুদক চেয়ারম্যান
  • ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন
  • এপ্রিলের ১৯ দিনে প্রবাসী আয় ২০৮৮৫ কোটি টাকা
  • চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত
  • সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের ভাগ্নে 'কলম মেম্বার' গ্রেপ্তার
  • বগুড়ায় নুর আলম হত্যা মামলার আসামি নাদিম অস্ত্রসহ গ্রেপ্তার
  • নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী
  • সদস্য দেশগুলোর রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি: নেপালের রাষ্ট্রদূত
  • দাম বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার, এখন থেকে দেড় লাখ টাকা
  • নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের
  • আজ রবিবার, ৭ বৈশাখ, ১৪৩২ | ২০ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    অসহায় গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা নিয়ে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ লাপাত্তা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:১৫ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:১৫ এএম

    অসহায় গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা নিয়ে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ লাপাত্তা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:১৫ এএম

    রাজবাড়ী গোয়ালন্দে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) অসহায় গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ লক্ষধিক টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে।

    সোমবার (১৭ মার্চ) দুপুরে ভুক্তভোগী সাইদুল ইসলাম এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

    জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়া এলাকায় একটি বাসা থেকে তারা গত কয়েক দিন ধরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের ঊষার আলো ফাউন্ডেশনের গোয়ালন্দ শাখার পরিচয়ে বানানো ভিজিটিং কার্ড দিয়ে প্রলোভন দেখিয়ে গ্রাহকদেরকে সঙ্গে সখ্যতা তৈরি করে। এরপর ২বছর মেয়াদী ঋণ বিতরণ করার কথা বলে। কিন্তু শর্ত দেয় প্রতি এক লক্ষ টাকা ঋণের জন্য ১০ হাজার টাকা সঞ্চয় জমা দিতে হবে। এসব শর্তে রাজি হয়ে অসহায় অনেকেই ঋণ নিতে সঞ্চয়ের টাকা জমা দেন। আর এই অসহায় মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গ্রাহককে ঋণ না দিয়েই প্রতারকেরা পালিয়েছে।

    এ বিষয়ে ভুক্তভোগী সাইদুল ইসলাম জানান, উজানচর জামতলা বাজারে আমার রিক্সার পাঁচপাতির দোকান। এই সংস্থার ম্যানেজারসহ আমার দোকানে গিয়ে ঋণ দেয়ার কথা বলে। তখন তাদের কাছে আমি ১০ লক্ষ টাকা ঋণ চাই। আমি তাদের অফিসে আসলে তারা আমাকে ৮ লক্ষ টাকা ঋণ দেয়ার কথা বলে। এর জন্য তারা আমাকে ৮০ হাজার টাকা সঞ্চয় ও বীমার জন্য পাঁচ হাজার টাকা জমা দেয়ার কথা বলে। আমি তাদের অফিসে এসে ৭৫ হাজার ৫শ টাকা জমা দেই। তারা ১৭ই মার্চ সোমবার বেলা বারোটার দিকে আমাকে ঋণ দেয়ার কথা বলে। আজ সোমবার ঋণ নেয়ার জন্য তাদের অফিসে আসলে দেখি তাদের অফিস তালা মারা এবং ফোন নাম্বার বন্ধ।

    ভুক্তভোগী কামরুল ইসলাম জানান, আমার দোকান খানখানাপুর বাজারে আমি কসমেটিকের দোকান করি। গত দুইদিন পূর্বে আমার দোকানে গিয়ে দুটি লোক ভিজিটিং কার্ড দেয় এবং ঋণ দেয়ার কথা বলে। আমি ব্যবসা করি এর জন্য তাদের কাছে ১০ লক্ষ টাকা ঋণ চাই। তারা আমাকে ৭ লক্ষ টাকা ঋণ দিতে চায়‌। এই ঋণের জন্য প্রতি লাখে ১০ হাজার টাকা সঞ্চয় অগ্রিম দিতে হবে বলে জানান। যার কারনে আমার মোটরসাইকেলটি বন্ধক রেখে তাদের কাছে ৬০ হাজার টাকা দেই। আজ ঋণ নিতে এসে দেখি তাদের অফিস তালা মারা এবং তাদের দেওয়া ফোন নাম্বার বন্ধ। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

    বাসার মালিক প্রান্তি সুলতানা বলেন, তারা প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়া দেয়ার কথা বলে গত দশ দিন ধরে আমাদের বাসাটি তিন বছরের জন্য ভাড়া নেয় এনজিওর জন্য। তারা বলেছিল দু-একদিনের মধ্যে আমাদের সাথে একবারে ডিট করে সকল কাগজ পত্র দিবে। আমার কাছে তাদের যে ফোন নাম্বারটি আছে তা বন্ধ পাচ্ছি।

    এ বিষয়ে জানতে ঊষার আলো ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার পরিচয় দেওয়া মো. রুবেল হাসানের ফোন নাম্বারে যোগাযোগ করতে গেলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন জানান, ঊষার আলো ফাউন্ডেশন নামে এনজিও প্রতিষ্ঠান গোয়ালন্দে আমাদের রেজিষ্ট্রেশনের তালিকায় নেই।

    গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…