গাজার মানুষদের জন্য হৃদয় কাঁদছে সর্বশ্রেণীর মানুষের। ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী মুহুর্মুহু হামলা চালিয়েছে। এতে অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের এমন গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ইসরায়েলের এমন বর্বরতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। সাধারণ মানুষের সঙ্গে তারকারাও সরব রয়েছেন সোশ্যাল মিডিয়াতে।
এবার নিজের জায়গা থেকে প্রতিবাদ করলেন ঢাকাই চিত্রনায়ক ওমর সানি। এক ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, 'হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।'
আরেক পোস্টে এই নায়ক লেখেন, 'আল্লাহ তুমি আমাকে প্যালেস্টাইন কে যেভাবে ধ্বংস দেখিয়েছো, আমার নবীর কসম, ইসরায়েলকে সেভাবে তার চেয়ে আরও কঠিন ধ্বংস দেখতে চাই।'
ওমর সানীর এই প্রতিবাদের সঙ্গে একমত তার সকল ভক্তরা।
ওমর সানী ছাড়াও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কথা বলেছেন শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, চিত্রনায়িকা শাবনূর, জয়া আহসান, অপু বিশ্বাস, বুবলী, তমা মির্জা, নির্মাতা আশফাক নিপুণ, সংগীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকে।
এসকে/আরআই