পবিত্র হজকে সামনে রেখে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। ২৩ এপ্রিল থেকে মক্কায় শুধু হজযাত্রীরাই প্রবেশ করতে পারবেন ।
২৩ এপ্রিল থেকে বৈধ হজ অনুমতিপত্র ছাড়া কোনো প্রবাসী কর্মী মক্কায় প্রবেশ করতে পারবেন না। অনুমতি ছাড়া কেউ মক্কা প্রবেশের চেষ্টা করলে আল-শুমাইসি চেকপয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে। তবে যাদের আবাসিক অনুমতি বা ইকামা মক্কা শহর থেকে ইস্যু হয়েছে, তাঁদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য নয়।
সৌদি সরকার জানিয়েছে, যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কা উল্লেখ থাকবে শুধুমাত্র তাঁরা শহরে অবস্থান করতে পারবেন। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপ হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করবে বলে আশা কর্তৃপক্ষের।
উল্লেখ্য , চলতি বছর হজে ২০ লাখেরও বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এসআর