এইমাত্র
  • আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান
  • তিউনিসিয়া থেকে ফিরল ২১ বাংলাদেশি
  • আখাউড়ায় পৃথক অভিযানে যুবদল কর্মীসহ গ্রেফতার ৬
  • কাশ্মীরে হামলার ঘটনায় মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
  • পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  • এবার গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা পরীমণির
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় পতন
  • পারভেজ হত্যার আসামি বৈষম্যবিরোধী নেতা হৃদয় মিয়াজীর ৭ দিনের রিমান্ড
  • কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল
  • আজ বুধবার, ১০ বৈশাখ, ১৪৩২ | ২৩ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    চীনের অর্থায়নে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চায় পঞ্চগড়বাসী

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

    চীনের অর্থায়নে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চায় পঞ্চগড়বাসী

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম

    চীনের অর্থায়নে প্রস্তাবিত ১০০০ শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে রাস্তায় নেমেছে স্থানীয় জনগণ।

    সোমবার (১৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

    ‘পঞ্চগড়বাসীর’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা জানান, পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে ইতোমধ্যে মেডিক্যাল কলেজ রয়েছে। অথচ সীমান্তবর্তী পঞ্চগড় এখনও এমন গুরুত্বপূর্ণ সেবার বাইরে। ফলে গুরুতর অসুস্থ রোগীদের দূরবর্তী জেলাগুলোতে পাঠাতে গিয়ে মাঝপথেই অনেকের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ তাদের।

    মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বাপা পঞ্চগড়ের সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই প্রমুখ।

    বক্তারা আরও বলেন, ২০২৩ সালের ৮ এপ্রিল চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন ও তৎকালীন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী একসঙ্গে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু প্রতিবেশী একটি দেশের আপত্তিতে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। পঞ্চগড়বাসীর প্রশ্ন—যেখানে শত একরের নির্ভেজাল জমি প্রস্তুত, সেখানে কেন প্রকল্পটি বাস্তবায়ন হবে না?

    তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। আগামী ১৬ এপ্রিল জেলা জজ কোর্ট চত্বর থেকে মিছিলসহ গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের বরাবর স্মারকলিপিও দেওয়া হবে।

    পঞ্চগড়বাসীর দাবি, এই মেডিক্যাল কলেজ হলে শুধু দেশের উত্তরাঞ্চলের মানুষই নয়, বরং প্রতিবেশী দেশ ভূটান, নেপাল ও চীন থেকেও শিক্ষার্থী ও রোগীরা চিকিৎসা ও শিক্ষা সেবায় এখানে আসবে, যা হবে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি উদ্যোগ।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…