এইমাত্র
  • আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • কাশ্মির হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করলো পাকিস্তান
  • তিউনিসিয়া থেকে ফিরল ২১ বাংলাদেশি
  • আখাউড়ায় পৃথক অভিযানে যুবদল কর্মীসহ গ্রেফতার ৬
  • কাশ্মীরে হামলার ঘটনায় মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
  • পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  • এবার গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা পরীমণির
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় পতন
  • পারভেজ হত্যার আসামি বৈষম্যবিরোধী নেতা হৃদয় মিয়াজীর ৭ দিনের রিমান্ড
  • কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলছে হল
  • আজ বুধবার, ১০ বৈশাখ, ১৪৩২ | ২৩ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম

    ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পিএম

    ভোলা সদর ও লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশু তিনটির মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সোমবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে।

    নিহত শিশু তিনটির মধ্যে একটি হলো ভোলা সদরের ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে সাফওয়ান (৪)। অপর দুইজন হলেন লালমোহন উপজেলার ফুল বগিচা গ্রামের মো. রাকিবের ছেলে জুনায়েদ (৭) এবং একই বাড়ির আনাছের ছেলে শাহিদুর (৮)। ওই শিশু দুজন সম্পর্কে খালাতো ভাই ছিলেন।

    নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, ভোলা সদরের শিশু সাফওয়ান পরিবারের অগোচরে খেলার চলে নিজেদের পুকুরের পানিতে পরে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। বেলা দেড়টার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।

    ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    এদিকে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের উকিলবাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে সেখানকার স্থানীয় এক যুবক গোসল করতে পুকুরে নামলে তার পায়ে কিছু একটা অনুভব করেন। হাত দিতেই ভেসে উঠে একটি শিশুর মৃতদেহ। তাঁর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এসময় তাঁরা অপর শিশুকেও পাচ্ছিল না। পরে কিছু সময় পর পুকুর থেকে আরো এক শিশুর লাশও উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘একসঙ্গে দুই শিশুর মৃত্যু মর্মান্তিক ঘটনা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…