রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরে পুনরায় সিটি কলেজের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ ৷
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে ঢাকা কলেজর সামনে এই ঘটনা ঘটে ৷
সরেজমিনে দেখা যায়, সংঘর্ষে ঢাকা কলেজের এক আহত ছাত্রকে নিয়ে কলেজের সামনে প্রথমে মিছিল দেয় শিক্ষার্থীরা। পরে হল থেকে আরও কিছু শিক্ষার্থীরা জড়ো হয়ে সিটি কলেজের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারেক লতিফ বলেন, শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছিলো ৷ কয়েকজন আহত হয়েছে ৷ সবশেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সিটি কলেজের দিকে যাওয়ার চেষ্টা করেছিলো, আমরা ডিসপাস করে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক,পুলিশের নিয়ন্ত্রনে আছে ৷ যানচলাচল স্বাভাবিক রয়েছে ৷
এবি