পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় পর্যায়ের ব্যবসা বিষয়ক সম্মেলন। “1st National Conference on Business Innovation, Technology, and Sustainability (NCBITS) 2025” শীর্ষক সম্মেলন।
আগামীকাল বুধবার(১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল সেমিনার রুমে এটি অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে অংশ নিচ্ছে দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।
ব্যবসা, প্রযুক্তি ও টেকসই উন্নয়নকে একসূত্রে গেঁথে উদ্যোক্তা বিকাশে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই এ আয়োজন। সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন”।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিশেষ অতিথি হিসেবে থাকবেন পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড মো: নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড শামীম আহসান।এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন ও খ্যাতনামা গবেষকরা এতে অংশ নেবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে জমা পড়া ৪০ টি গবেষণাপত্রের মধ্য থেকে বাছাই করা হয়েছে ২৭টি প্রবন্ধ। প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে ছয়টি ট্র্যাকে: ১. হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি,২. অর্থনীতি ও ফাইন্যান্স,৩. ব্যবস্থাপনা-১, ৪. ব্যবস্থাপনা-২, ৫. মার্কেটিং, ৬. ব্যাংকিং ও বীমা
সম্মেলনের মূল বক্তা (Keynote Speaker) হিসেবে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ খ্যাতনামা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো: নূর উন নবী।এছাড়াও ‘বিজনেস ব্রিলিয়ান্স’ সেগমেন্টে শিল্প জগতের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে বক্তব্য রাখবেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।
সম্মেলনের আহ্বায়ক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম বলেন, “এই সম্মেলনের মাধ্যমে দেশের তরুণ গবেষক ও শিক্ষার্থীরা টেকসই ব্যবসার ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এটি দেশের একাডেমিক অঙ্গনে একটি বড় সংযোগমাধ্যম হয়ে উঠবে।”
আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলন শুধু প্রবন্ধ উপস্থাপনের সুযোগ নয়, বরং দেশের অর্থনীতিতে প্রযুক্তিনির্ভর ব্যবসার ভবিষ্যৎ রূপরেখা নির্মাণে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও বিবেচিত হবে।
এসআর