দীর্ঘ সময় ধরে অভিনয় ও ফ্যাশনের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী রুনা খান। মঞ্চ থেকে শুরু করে ওয়েব সিরিজ, ফ্যাশন শো-সব ক্ষেত্রেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে। কাজের ক্ষেত্রে যেমন সচেতন, কথাবার্তাতেও তেমনি সৎ ও স্পষ্টভাষী।
তবে সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে কিছু নেতিবাচক সমালোচনা উঠেছে। বিশেষ করে তাঁর পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা দেখা গেছে। এসব বিষয়ে এবার একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে রুনা খান অকপটে নিজের অবস্থান তুলে ধরেছেন।
তিনি বলেন, ‘২০০৫ থেকে ২০২৫, বিশ বছর ধরে একজন পেশাদার মডেল-অভিনেত্রী হিসেবে কাজ করছি। এই দীর্ঘ সময়ে আমার কাছে যেসব কাজের প্রস্তাব এসেছে, তার মধ্যে যেগুলো ভালো লেগেছে, কেবল সেটাই করেছি।’
তিনি আরও বলেন, গত বিশ বছরে আমার অধিকাংশ নারী সহকর্মীর ক্যারিয়ার গড়ে উঠেছে ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে। পরিচালকের সঙ্গে প্রেম-বিয়ে-পরকীয়া— এসবের মাধ্যমে তাদের ক্যারিয়ার হয়েছে। যত দিন পরিচালকের সঙ্গে প্রেম বা সম্পর্ক, তত দিন সেই পরিচালকের কাজে ওই অভিনেত্রী; সম্পর্ক শেষ হওয়ার পর একটা পাসিং শটেও তাকে আর পাওয়া যায় না।’
রুনা খান বলেন, ‘আমি কারো সঙ্গে প্রেম-পরকীয়া ছাড়া যোগ্যতা দিয়েই প্রতিষ্ঠিত হয়ে গেলাম। এটা সহ্য করতে না পেরে বলা হচ্ছে, আমার পোশাক অশালীন।’
সম্প্রতি এক ফটোশুটে তাঁর পোশাককে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক। এ নিয়ে রুনা খান বলেন, ‘কাপড়ের আবার অশালীনতা কী? অশালীন তো হয় কর্ম। বিশেষ করে আমাদের নাটকের অভিনেত্রীদের বেশির ভাগের জীবন চূড়ান্ত অশালীন কর্মকাণ্ডে ভরা, আর পর্দায় শরীরঢাকা কাপড় পরে তাঁরা শালীনতা প্রতিষ্ঠা করেন! পোশাকের কোনো শালীনতা-অশালীনতা হয় না। বোরকা যেমন পোশাক, সুইমস্যুটও পোশাক, যার যেটা ভালো লাগবে, পরবে।’
রুনা খানের মতে, কাজের যোগ্যতা ও সততা দিয়েই দীর্ঘসময় ধরে এই জগতে টিকে থাকা সম্ভব। যদি নিজের নীতির প্রতি বিশ্বস্ত থাকা যায়।
আরডি