ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার একটি পডকাস্টে অংশ নিয়ে সিঙ্গেল জীবন ও শেখ সাদী সম্পর্কে কথা বলে আবারও আলোচনায় তিনি।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর দশম পর্বে হাজির হয়েছিলেন পরীমণি। অনুষ্ঠানটি এরইমধ্যে প্রকাশিত হয়েছে নেটদুনিয়ায়।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিশেষ এ পর্বে পরীমণি কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন যা আগে কখনো প্রকাশ্যে আনেননি। অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, ব্যক্তিজীবনে তিনি এখন সিঙ্গেল কি না? তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সাথে তার সম্পর্ক কী, সেটিও জানতে চাওয়া হয়।
প্রায় ১০০ মিনিটের পডকাস্টে কথোপকথনে এমন প্রশ্নে পরী বলেন, 'না, আমি সিঙ্গেল নই।' এরপরই চিত্রনায়িকা হেসে বলেন, 'শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। কারণ আমি নিজেই তা বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।'
শেখ সাদী সম্পর্কে পরী বলেন, 'ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।'
বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আমার একবারই বিয়ে হয়েছিল। জানি না, এত বিয়ের কথা কেন ওঠে? ওরা মনে হয় সৎস্বামী। ছোটবেলায় মজা করে বলতাম, এক ডজন বিয়ে করবো। এখন সেটাই সোশ্যাল মিডিয়ায় স্টাবলিশ হয়ে গেছে। আমার সাথেই এমন হয়! আগে গুঞ্জনগুলো পাত্তা দিতাম, এখন দেই না। ছেড়ে দিয়েছি।'
প্রসঙ্গত, ব্যক্তিজীবনে প্রেম করে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরী। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে 'শাহীম মুহাম্মদ রাজ্য'। সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন। এরপর ক্যারিয়ার, ছেলে ও দত্তক নেয়া মেয়েকে নিয়েই জীবন সাজিয়েছেন এ চিত্রনায়িকা।
এইচএ